স্পিনাররা লড়াইয়ে ফেরাল বাংলাদেশকে
বাংলাদেশ ‘এ’ দলের করা ২২৮ রানের জবাবে প্রথম ইনিংসে লিড নিল ভারত ‘এ’ দল। রোববার তিন দিনের ম্যাচের প্রথম দিনে টসে হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল সবকটি উইকেট হারিয়ে মাত্র ২২৮ রান সংগ্রহ করে।
জবাবে দিন শেষে ভারত ১ উইকেটে ১৬১ রান তুলে নেয়। শেখর ধাওয়ান সেঞ্চুরি হাঁকিয়ে ১১৬ ও শ্রেয়াস ইয়ের ৬ রানে অপরাজিত থাকেন। সোমবার দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশের রানকে টপকে যায় ভারতীয় দলটি।
দ্বিতীয় দিনে ভারত শিবিরে প্রথম আঘাতটি করেন স্পিনার সাকলায়েন সজীব। আগের দিন ১১৬ রানে অপরাজিত থাকা অধিনায়ক ধাওয়ান ৩৪ রান যোগ করে সাজঘরে পথ ধরেন। ১৪৬ বলে ১৮ চার ও ৩ ছক্কায় ১৫০ রান করেন বাহাতি এই ওপেনার।
দলীয় ২২০ রানে ধাওয়ান আউট হওয়ার পর ১২ রান যোগ করতেই নাসিররের ঘূর্ণিতে শ্রেয়াসের ইনিংস থেমে যায় ৩৮ রানে। দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় মুমিনুল হকের দল। চতুর্থ উইকেটে জুটি বাঁধেন করুণ নায়ার ও বিজয় শঙ্কর।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত ৫৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৫০ রান। ২২ রানের লিড নিয়ে ভারত ‘এ’ দল।
0 comments:
Post a Comment