এবার পাক-ভারত সিরিজে আইসিসির হস্তক্ষেপ
পাঞ্জাবে সন্ত্রাসী হামলার পর থেকে থমকে গেছে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজের ভাগ্য। দুদেশই যখন একে অপরকে দোষারোপ করছে, আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই সিরিজ হবে না বলে মত দিচ্ছে ঠিক তখনই এই ব্যাপারে নিজেদের অবস্থান ব্যাখা করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)।
তাদের মতে, টেস্ট ক্রিকেটকে বিশ্বব্যাপী আরো জনপ্রিয় করে তুলতে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বড় ভূমিকা পালন করতে পারে।
এ প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন দু’দলের সুবিখ্যাত ক্রিকেট ঐতিহ্য আর তারকাদ্যুতির কারণে বরাবরই ক্রিকেট ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই সিরিজকে ক্রিকেটের ‘সর্বোচ্চ প্রতিযোগিতা’ বলে মনে করছেন।
তিনি ববলেন, ‘ উপমহাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে একটি আইকনিক সিরিজ ক্রিকেটের প্রচারণা আরো অনেক বেশি বাড়িয়ে দেবে।’
এর আগে, ভারতের বিরুদ্ধে সিরিজ না হলে পিসিবি বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখোমুখি হবে বলে উল্লেখ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) সভাপতি শাহরিয়ার খান। এমনকি ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির কথাও মনে করিয়ে দেন তিনি। তবে তাতেও মন ভরেনি ভারতের।
0 comments:
Post a Comment